Login Register
মুগ্ধবাংলায় স্বাগত!

সুখবর! বাংলা বিনোদন জগতে মুগ্ধবাংলা আবার ফিরে এল নতুনভাবে। ২০১২ সালে শুরু হয়ে কয়েক বছর চালু থাকার পর বিভিন্ন কারনে মুগ্ধবাংলা বন্ধ হয়ে যায়। কিন্তু আড়ালে আড়ালে আবার ফিরে আসার প্রচেষ্টা চলতে থাকে। শেষ পর্যন্ত ২০১৯ এর এপ্রিলে আবার মুগ্ধবাংলা চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করার সময় আসে। তবে সরাসরি চালু না হয়ে এই মুহুর্তে প্রাক-প্রারম্ভিক স্তরে রয়েছে। আমাদের প্রধানপরিচালকগণ ঠিক করেছেন, ইন্টারনেট জগতে বিনামুল্যে প্রাপ্ত সমস্ত বই এর জলছবি-বিহীন (যদিও ইবই প্রস্তুতকারকের নাম থাকবে) ও ছাপার যোগ্য সংস্করন দেওয়া হবে এই সাইটে। সমস্ত বই হতে জলছবি মুছার কাজ চলছে, কিন্তু তারপর যখন বইগুলি সাইটে দেওয়া হবে, সবাই আর এগুলি সহজেই পাবে না। কারন আমদের সাইটের বই শুধুমাত্র আমাদের সদস্যরাই পাবে অর্থাৎ রেজিস্টার্ড মেম্বাররা। শুধু তাই নয় যে কেউ এসে রেজিস্টার করে বই ডাউনলোডও আর করতে পারবে না যদি না তার আকাউন্ট ব্যালান্স থাকে। তার মানে কি টাকা দিয়ে বই পেতে হবে? না। টাকা খরচ না করেও এই বইগুলি পেতে পারেন। কিভাবে, তা পরে জানতে পারবেন। আপাতত এই সাইটে শুধু Username ও Password দিয়ে রেজিস্টার করুন আর প্রাক-প্রারম্ভিক উপহার হিসাবে আকাউন্টে পান ৫০ ক্রেডিট ব্যালান্স।

7th April, 2019 6:56 PM
Comments
#1

very nice initiative brother... but, add a home button or back button to every page.


28th April, 2019 10:29 AM
#2

ধন্যবাদ subha05. আসলে পয়লা এপ্রিল সাইট লঞ্চ করব ঠিক করে তড়িঘড়ি সফটওয়্যার বানাতে গিয়ে অনেক ফিচার অফ করে রেখেছি। তার মধ্যেই ওই back button থেকে গেছে। আপাতত চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু কিছু করে ফেসিলিটি দেওয়ার। অসুবিধার জন্য দুঃখিত।


29th April, 2019 8:16 AM
#4

সত্যি আমি মুগ্ধ।আমি ভীষণ কমিক্স ভক্ত।'banglamax'(ভাইয়া/আপু,কোনটি সঠিক আমার জানা নেই) বনকন্যা সিজন২ অনবাদ করে banglapdf এ পোস্ট করেছিলেন।সেখান থেকেই আমার 'মুগ্ধবাংলা' সাইটির সঙ্গে পরিচয়।আপনার প্রতেকটা উদ্যোগ সত্যি অসাধারণ।তবে সাইটিতে আরেকটু ফেসিলিটিস দিলে মেম্বারদের অনেক সুবিধা হতো।


1st June, 2019 7:25 PM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)